গাজীপুরে জেএমবির বোমা হামলার দশম বার্ষিকী পালন

গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আইনজীবী সমিতির হলরুমে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলার দশম বার্ষিকী।
দিনটি পালন উপলক্ষে গতকাল রোববার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বোমা হামলায় শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতিশিখা অনির্বাণ’-এ আইনজীবী সমিতি, গাজীপুর জজশিপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থতা কামনায় শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জায়েদ মনসুর, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, বারের সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
নিরাপত্তার কথা বিবেচনা করে এবার শোকর্যালি কর্মসূচি স্থগিত রাখে আইনজীবী সমিতি।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত এলাকায় আইনজীবী সমিতির দুই নম্বর হলরুমে জেএমবির এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন। আত্মঘাতী এ বোমা হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। বাকি দুটি ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন— জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা ও অ্যাডভোকেট গোলাম ফারুক অভি। এ সময় আরো নিহত হন জেএমবি সদস্য শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম, বিচারপ্রার্থী আবদুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম।
ওই ঘটনার দুদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে ফ্ল্যাস্ক বোমা হামলা চালায় জেএমবির এক আত্মঘাতী সদস্য। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত হন। ওই ঘটনায় সাংবাদিকসহ ২৫ জন আহত হন।