পেছাচ্ছে না পৌর নির্বাচন, ইঙ্গিত কমিশনের

সারা দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন আগামী ৩০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটগ্রহণের দিন পেছানো হচ্ছে না।
আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে কমিশন সচিবালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
পাশাপাশি সংসদ সদস্যদের প্রচারণায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তও বহাল রয়েছে বলে জানা গেছে। তবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি পৌরসভা নির্বাচন পেছানো ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দেওয়াসহ বিভিন্ন দাবি কমিশনের কাছে উত্থাপন করে।
এর পরিপ্রেক্ষিতে ধারণা করা হয়েছিল যে, কমিশনের বৈঠকে হয়তো নির্বাচনের সময় পেছানো হতে পারে। কিন্তু বৈঠক থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী, ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অটল রয়েছে কমিশন।