চট্টগ্রামে চালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. ইউসুফ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামি হলেন—আবুল কালাম, নুরুল আলম, মো. রুবেল ও মো. কাউসার। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে আরিফুল ইসলাম ও নঈম উদ্দিনকে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম জানান, ২০০৮ সালের ৩ মে চট্টগ্রামের বোয়ালখালী থেকে আনোয়ারা যাওয়ার পথে গুমদণ্ডী এলাকায় খুন হন অটোরিকশার চালক মো. ইউসুফ। এ ঘটনায় নিহতের খালাতো ভাই হাশেম বোয়ালখালী থানায় মামলা করেন। পরে সাতকানিয়া থেকে পুলিশ অটোরিকশাসহ পাঁচজনকে আটক করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।