কুড়িগ্রামের তিন পৌরসভায় চলছে প্রার্থী বাছাই আর প্রচার

কুড়িগ্রাম জেলার সদর, উলিপুর ও নাগেশ্বরী—এই তিনটি পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম পাঠানোর জন্য কাজ করছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চারজন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচনী প্রচারকাজ শুরু করেন। তবে দলটির জেলা নির্বাচন কমিটি গতকাল রোববার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজীউল ইসলামকে কুড়িগ্রাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, কুড়িগ্রাম পৌরসভার বর্তমান মেয়র নূর ইসলাম নূরুকেই একক প্রার্থী হিসেবে আগ্রহ দেখিয়েছে জেলা বিএনপি।
তবে এখন পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে প্রার্থীর নাম জানা যায়নি। দীর্ঘদিন ধরে জেলা জাতীয় পার্টির কাউন্সিল না হওয়া, আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়া ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয়হীনতার কারণে জাতীয় পার্টি প্রার্থী সংকটে পড়েছে বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির সমর্থন পেতে জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য দলের অনেকেই তৎপরতা চালাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উলিপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আবদুল হামিদ সরকারের নামই কেন্দ্রে পাঠাতে চায় আওয়ামী লীগ। এখানে বিএনপির পছন্দ পৌর বিএনপির সভাপতি তারিক আবু আলা চৌধুরীকে। অন্যদিকে, উলিপুর পৌরসভায় কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের চাচাতো ভাই সফিকুল ইসলাম মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। একই পদে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মানিক।
নাগেশ্বরী পৌরসভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ নিজেদের প্রার্থী হিসেবে দলে সদ্য যোগদান করা সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকুকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে। নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিএনপির পছন্দ পৌর বিএনপির সভাপতি আদম আলী মিয়া। তাঁকে নিয়েই মাঠে নির্বাচনী তৎপরতা শুরু করেছে বিএনপি। নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র আবদুর রহমান মিয়াকে আবারো চেয়েছে জাতীয় পার্টি।
এ ছাড়া তিনটি পৌরসভায় জামায়াতসহ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী বাছাইয়ের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
স্থানীয়ভাবে দলীয় সমর্থন পাওয়া প্রার্থীরা জোরেশোরে মিছিল-মিটিংসহ নির্বাচনী প্রচার চালালেও সমর্থন না পাওয়া প্রার্থীরা কেন্দ্রীয়ভাবে দলের সমর্থন পেতে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীসহ নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করলেও অনেকটা নীরবেই প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীসহ নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে দিলে জেলার তিনটি পৌরসভাতেই তাঁদের প্রার্থী জনগণের সমর্থন নিয়ে বিজয় লাভ করবে।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী জানান, জেলা কমিটির ছয় সদস্যের কমিটি যাচাই-বাছাই করে সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা তৈরি করেছে। এই তালিকা কেন্দ্রে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে। সেখান থেকে তিনি চূড়ান্ত প্রার্থীর নামের তালিকা ঘোষণা দিলে তা প্রকাশ করা হবে।