পাটের বস্তা বাধ্যতামূলক করায় আশুগঞ্জ থেকে সার সরবরাহ বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/01/photo-1448980572.jpg)
পাটের বস্তা বাধ্যতামূলক করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর থেকে সার সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিলাররা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়া সার সমিতির সভাপতি রুহুল আমিন বকুল বলেন, সার একটি রাসায়নিক পদার্থ। এতে বাতাস লাগলে সার গলে নষ্ট হয়ে যায়। তাই পাটের বস্তা ব্যবহার করে সার সরবরাহ করলে তা নষ্ট হওয়ার পাশাপশি দেশের অর্থনীতি ও কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এতে কোটি কেটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ী ও ডিলাররা।
সার পরিবহন ও বিপণনে পাটের বস্তা বাধ্যতামূলক করার প্রতিবাদে সার সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে আশুগঞ্জ সারকারখানার এরিয়াভুক্ত সাত জেলায় সার অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বকুল। সরকার দেশ ও কৃষি অর্থনীতির কথা চিন্তা করে অন্তত সারের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার যে আদেশ দিয়েছে তা প্রত্যাহার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারের সিদ্ধান্ত বদল হলে কোটি কোটি টাকার সাশ্রয় হবে এবং পাশাপশি কৃষক লাভবান হবে বলেও মন্তব্য করেন সার বিক্রেতা সমিতির এই নেতা। তিনি বলেন, পলিথিনের বস্তা ব্যবহার করলে সার নষ্ট হয় না। তাই আমাদের ন্যায্য দাবি সরকার দ্রুত মেনে নেবে বলে আশা করছি। আর তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।