ফাঁদে আটকা মেছোবাঘ, পরে মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলার নসরৎপুর গ্রামে ফাঁদে আটকাপড়ে একটি মেছোবাঘের মৃত্যু হয়। ছবি : এনটিভি
খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ হারাল একটি মেছোবাঘ। নাটোরের নলডাঙ্গা উপজেলার নসরৎপুর গ্রামে গতকাল বুধবার রাতে ফাঁদে আটকাপড়ার পর এটির মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন জানায়, গ্রামে কয়েকদিন ধরে মেছোবাঘের উৎপাত শুরু হয়েছে। উৎপাত ঠেকাতে কয়েকজন যুবক বাঘের চলাচলের পথে কয়েকটি ফাঁদ পেতে রাখে। গতকাল রাতে কৃষক আশরাফুল আলম বাবুর পুকুরপাড়ে পেতে রাখা ফাঁদে আটকাপড়ে একটি মেছোবাঘ। সকালে আহত বাঘটিকে ধরে বেঁধে রাখে এলাকাবাসী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার জাহান ঘটনাস্থলে পৌঁছার আগেই মারা যায় বাঘটি। পরে তিনি বাঘটিকে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন। এর আগে এই গ্রামে দুটি বাঘ সাবককে আটক করা হয় এবং একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।