শ্রীপুরে নির্বাচনকে ঘিরে আ. লীগ কার্যালয়ে তালা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ চার প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্থানীয়রা জানায়, নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় দলের এক নেতার সমর্থকরা বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান পূর্ব ঘোষণা অনুযায়ী দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে তালাবদ্ধ কার্যালয়ের সামনে বসে আলোচনা, মিলাদ ও মোনাজাতে অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত ওই কার্যালয় তালাবদ্ধ থাকলেও এ বিষয়ে কারো কাছে সদুত্তর পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনিছুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শহীদ, শ্রীপুর পৌর জাসদের সভাপতি মো. আবুল কাসেম এবং স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. আহসান উল্লাহ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া এবারের নির্বাচনে কাউন্সিলর পদে (সাধারণ) ৪৯ জন এবং কাউন্সিলর পদে (সংরক্ষিত) ১২ জন তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে এতে অংশ নেন। পরে তিনি নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এরপর তিনি নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএসসি, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ওয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক আকতারুজ্জামান, শ্রীপুর পৌর আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, মো. নূরে আলম, মো. মাসুদ আলম ভাঙ্গী, জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আইয়ুব হাসান ভুঁইয়া, গাজীপুর জেলা যুবলীগের সহসভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শহীদ তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজ উদ্দিন, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থদের সঙ্গে নিয়ে শ্রীপুর পৌর জাসদের সভাপতি মো. আবুল কাসেম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. আহসান উল্লাহ মনোয়নপত্র জমা দেন।
শ্রীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, ২০০০ সালের ২৮ নভেম্বর শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর দুটি নির্বাচন পার হয়ে এবার হবে এ পৌরসভার তৃতীয় নির্বাচন। ৪৬.৯৭ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভার মোট ভোটার সংখ্যা হলো ৫৭ হাজার ৯৬১। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২২৬ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৭৩৫ জন।