কুড়িগ্রামের ৩ পৌরসভায় মেয়র পদে ১৮ জনের মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট ১৮ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল জলিল, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নূর ইসলাম নুরু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেলাল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীউল ইসলামসহ পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু, বিএনপির মনোনীত প্রার্থী আদম আলী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুর রহমান মিয়াসহ ছয়জন রিটার্নিং কর্মকর্তা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোহাম্মদ রহমতুল্ল্যার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
উলিপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ সরকার, বিএনপির আবুল আলা তারিক চেীধুরী, জাতীয় পার্টির সফিকুল ইসলাম দারা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আবু সাইদ সরকারসহ মেয়র পদে সাতজন রিটার্নিং কর্মকর্তা ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে মনোনয়নপত্র জমা দেন।