মংলায় ঠিকাদার খোকাকে হত্যার অভিযোগে আদালতে মামলা

বাগেরহাটের মংলার দিগরাজ এলাকার ঠিকাদার খোকা তালুকদারকে (৪৭) হত্যার অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন নিহতের স্ত্রী কোহিনূর বেগম।
বাগেরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বুধবার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে দিগরাজ এলাকার তপন ঘোষ (৩৫), তৈয়ব কাজী (৪২), তাঁর ভাই কাজী নুরুল হুদা শিমুল (৩২), নাজমুল হোসেন (২৬), আল-আমিন (২৮) ও রামপাল ভরসাপুর এলাকার মো. ইব্রাহিম ফকির (৩০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী নিহতের স্ত্রী কোহিনূর বেগম বলেন, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে শত্রুতার কারণে আসামিরা গত ২৬ নভেম্বর রাতে পরিকল্পিতভাবে ঠিকাদার খোকা তালুকদারকে হত্যা করেন। এ ঘটনায় থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
নিহত খোকা তালুকদার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামের হাসেম তালুকদারের ছেলে।
এ ব্যাপারে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, ২৬ নভেম্বর রাতে মংলা বন্দরসংলগ্ন ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা তালুকদার নিহত হন বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। নিহতের শরীরে কিছু গুরুতর আঘাত আছে।
এদিকে মামলার আসামি মংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ঠিকাদার কাজী তৈয়বের স্ত্রী নার্গিস পারভীন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্বামী ও দেবর কাজী নুরুল হুদা শিমুলকে হয়রানি করতে ষড়যন্ত্রমূলক এই মামলায় আসামি করা হয়েছে।