পালানোর জন্যই পৌর নির্বাচন নিয়ে বিএনপির অপপ্রচার

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পৌরসভা নির্বাচন থেকে পালানোর পথ খোলা রাখতেই পৌরসভা নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে আটদিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে থেকেই তারা বলে আসছে তাদের প্রার্থীরা মাঠে থাকতে পারছে না। তিনি প্রশ্ন করেন, ‘তাই যদি হয়, তাহলে তাদের প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল কী করে?
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘বাস্তবে তারা যেসব অভিযোগ করছে তার আসলে কোনো ভিত্তি নেই। নির্বাচনে পরিণতি আঁচ করতে পেরে নির্বাচনী ময়দান থেকে পালানোর পথ খোলা রাখতেই তারা এসব প্রচার করছে।’
মন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচনে ভোটাররা যাতে স্বচ্ছন্দে ভোট দিতে পারে, তেমন পরিবেশ থাকবে।
অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, ভারতের পশ্চিমবঙ্গের নাট্য গবেষক অংশুমান ভৌমিক বক্তব্য দেন।