ব্রাহ্মণবাড়িয়ায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/05/photo-1449309994.jpg)
দেশ, জাতি ও মুসল্লিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মুসল্লি শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে ইজতেমার মাঠে আসতে শুরু করেন। এ সময় মাঠের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মুসল্লিরা হেঁটে মাঠে আসেন। অনেকে মাঠে জায়গা না পেয়ে রাস্তাসহ তিতাস নদীর দুই তীরে এবং নৌকায় বসে মোনাজাতে অংশ নেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের পেশ ইমাম ও তাবলিগ জামাতের বাংলাদেশের জিম্মাদার মাওলানা যুবায়ের হোসেন।
ইজতেমার আয়োজক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া ইজতেমা মাঠ এবং এর আশপাশ এলাকায় স্থাপন করা হয় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
এর আগে গত বৃহস্পতিবার থেকে ইজতেমা শুরু হয়। তিনদিনব্যাপী ইজতেমায় কাকরাইল মসজিদের মুরুব্বিরা ছাড়াও দেশ-বিদেশের অনেক আলেম-ওলামা বয়ান করেন।