চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন পেশাজীবী নেতারা। তাঁরা বলেছেন, বেঞ্চ স্থাপন করা হলে জনগণের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত হবে।
আজ শনিবার সকালে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবিতে এক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন বক্তারা। চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম, চট্টগ্রাম ওয়াসার সাবেক চেয়ারম্যান মো. ইসহাক, অ্যাডভোকেট রতন রায় ও কাশেম কামাল।
বক্তারা বলেন, ১৯৮৬ সালে সামরিক ফরমানে হাইকোর্টের স্থায়ী বেঞ্চগুলোকে সার্কিট বেঞ্চের মর্যাদা দেওয়া হয়। এর আগে ১৯৮২ সালের ১১ মে চট্টগ্রামে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়।
বর্তমানে চট্টগ্রামে এক লাখ ৭৫ হাজার মামলা রয়েছে। বিচারপ্রার্থীদের সুবিধার্থে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হলে মামলাজট দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।