মাগুরায় মেয়র পদে আ. লীগ নেতা শাকিলের মনোনয়ন বাতিল

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আজ শনিবার পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ছবি : এনটিভি
দলীয় মনোনয়ন না থাকায় মাগুরায় মেয়র পদে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের নৌকা প্রতীকে খুরশিদ হায়দার টুটুল, বিএনপির ধানের শীষ প্রতীকে বর্তমান মেয়র ইকবাল আকতার খান কাফুর, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এম এস আকবরের ভাতিজা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল হক কল্লোল স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলনের পাখা প্রতীকে মো. মশিউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ।