‘নারীশিক্ষায় দ্বিগুণ অগ্রগতি হয়েছে’

দেশে মাতৃ ও শিশুমৃত্যু হার এবং নারীর ক্ষমতায়ন যেখানে থাকা থাকা দরকার তার চেয়ে দ্বিগুণ অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত ইনোভেশন সার্কেল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নজরুল ইসলাম। সভায় বহিরাগমন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক এম এন জিয়াউল আলম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফা কামাল বক্তব্য রাখেন।
ভারতের চেয়ে উন্নয়নের সূচক বাংলাদেশ দ্বিগুণ এগিয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, অর্থমন্ত্রী শতকরা ৬ ও ৭ শতাংশ অর্থনীতির যে গ্রোথ হচ্ছে বলে দাবি করেন তা ও অর্থহীন ও দেশকে পিছু টানছে বলে মন্তব্য করেন তিনি।