বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াও। বিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বিবৃতিতে অভিনন্দন জানান।
আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসন শহরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-স্কটল্যান্ড মধ্যকার ম্যাচটি। স্কটিশদের বেঁধে দেওয়া ৩১৯ রানের লক্ষ্যে ৩২২ রান করে টাইগার বাহিনী। তামিম, রিয়াদ, মুশফিক ও সাকিবের ব্যাটিংনৈপুণ্যে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এতে শেষ আটে যাওয়ার আশা উজ্জ্বল হলো মাশরাফিদের।