গাংনীতে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষদিনে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে যাচাই-বাছাই শেষে তিনজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাতিল হওয়া কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান, ৯ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল ও একই ওয়ার্ডে মাসুদুর রহমান।
এ সময় গাংনীর ইউএনও আবুল আমিন, রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, এ ছাড়া বাকি ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র আজ বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
গাংনী পৌরসভা নির্বাচনে সর্বমোট ৫০ জন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল শনিবার মেয়র পদে সাতজন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল।
আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বারদ্দ দেওয়া হবে। এবারই প্রথম মেয়র পদপ্রার্থীরা রাজনৈতিক প্রতীক পাবেন।