শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম দুলাল মিয়া।
ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২১ নভেম্বর সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় তাকে একা পেয়ে যৌন হেনস্তা করেন অভিযুক্ত শিক্ষক দুলাল মিয়া।
এ ব্যাপারে গত ৩ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ছাত্রীর ভাই শরিফুল ইসলাম। একই সঙ্গে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন আর রশিদের কাছেও লিখিত অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জানান, যৌন হয়রানির ব্যাপারে কোনো লিখিত অভিযোগ তাঁরা পাননি। তবে ঘটনা সম্পর্কে তাঁরা শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে শ্রীপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন আর রশিদ জানান, যৌন হয়রানির ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিক্ষক দুলাল মিয়া এলাকায় প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে থানায় যেতে পারছেন না তাঁরা। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।