বাঁশখালীতে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে ডাকাত’ নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হন।
গতকাল রোববার গভীর রাতে উপজেলার জঙ্গল গুনাগরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে পাঁচজনকে আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে স্থানীয় এক প্রবাসীর বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় এলাকাবাসীর চিৎকারে পিছু হটে ডাকাতরা।
তবে এ সময় ডাকাতের ছোড়া গুলিতে আহত হন আবদুল করিম, আবদুর রহিম, পাখি আকতার, মো. সাহেদা আকতার ও মো. আবদুল খালেক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ ডাকাতের পিছু নেয়। এ জন্য উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তখন এক অজ্ঞাত ডাকাত নিহত হয়।’
এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টেবল আনোয়ার আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া জানান, ডাকাতের ছোড়া গুলিতে আহত পাঁচজনকে আজ সোমবার ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।