ইসি বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে : হানিফ
নির্বাচন কমিশন (ইসি) বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। এর ফলে পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে বলেও তিনি অভিযোগ করেন।
আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নয়। তাদের ভূমিকা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় পরিণত হয়েছে।’
মির্জা ফখরুলের এ বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে না, এ কথা বললেও বিএনপির কাছে ইসির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই; বরং এই পৌরসভা নির্বাচনে কমিশন তাদের জন্য বাড়তি সুবিধা করে দিয়েছে।’
হানিফ বলেন, ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারলেও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রটোকল নিয়ে বিএনপিপ্রধান খালেদা জিয়া নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। আর খালেদা জিয়া নির্বাচনী প্রচারে অংশ নিলে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকবে না।’
বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘যারা ক্ষমতায় থাকতে একটি দলের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল—এই রকম একটি দল, যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যার অভিযোগ রয়েছে, সেই দলের নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’
কুষ্টিয়ার এই সংসদ সদস্য আরো বলেন, ‘বাংলাদেশে যদি কেউ ভোটাধিকার হরণ করে থাকে, তবে সেই অভিযোগে অভিযুক্ত বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তারাই ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছিল। ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়াসহ হামলা চালিয়ে ১৪৭ জন সাধারণ মানুষকে হত্যা করেছিল।’
পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ও জিয়ারখী ইউনিয়নের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে জিয়ারখী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদেজা খাতুনের সভাপতিত্বে এ সময় জেলার রাজনৈতিক-সামাজিক-ক্রীড়া সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।