ভোলায় সাংবাদিক আফজালের ওপর হামলায় মামলা, নিন্দা

ভোলায় এনটিভির স্টাফ রিপোর্টার, মানবকণ্ঠ প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক মো. আফজাল হোসেনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ হামলাকারী সন্ত্রাসী মাজহারুল আমিন অপুকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালত ইটভাটায় নিষিদ্ধ চিমনি ভেঙে দেওয়ার পর আবার স্থাপন করেছে ইটভাটা মালিকরা।
আফজাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সাংবাদিকদের সংগঠন।
এদিকে সাংবাদিক আফজাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব। তিনি বলেন, অবৈধ ব্যবসায়ীদের কোনো স্থান নেই। ভোলা শান্তিপূর্ণ জেলা। এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। তিনি বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করে নিষিদ্ধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পশ্চিম ইলিশার সাইমুন ইটভাটায় অভিযান চালান। ওই সময় অনুমতিবিহীনভাবে চালানো সাইমুন বিকসের চিমনি ভেঙে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলে আসেন। তবে ভ্রাম্যমাণ আদালত চলে আসার পর পরই পুনরায় চিমনি স্থাপন করেন।
এ বিষয় ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, সাংবাদিক আফজাল হোসেনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নম্বর ৬। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী অপুকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। কোনো সন্ত্রাসীকেই ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা (যুগ্ম সচিব) বলেন, এ ঘটনায় অবৈধভাবে চালিয়ে আসা সাইমুন ব্রিকসে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঠ পোড়ানো ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করায় এবং কোনো অনুমতি না থাকায় ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মির ঘটনায় জেলা প্রশাসক বলেন, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক আফজাল হোসেনের ওপর হামলার ঘটনা শোনার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় তিনি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
গতকাল রোববার বিকেল পৌনে ৪টায় মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা শহরের কালীনাথ বাজারে সাংবাদিক আফজাল হোসেনের কার্যালয়ে হামলা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ মাজহারুল আমিন অপু নামের এক হামলাকারী ও হামলায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে।
আহত অবস্থায় আফজালকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।