জাতীয় জাদুঘরে প্রাচীন মুদ্রা দিল ব্রাহ্মণবাড়িয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/08/photo-1449575912.jpg)
জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে জেলায় উদ্ধার করা প্রাচীন মুদ্রা হস্তান্তর করছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন। ছবি : এনটিভি
জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে ৪৭০টি প্রাচীন রৌপ্যমুদ্রা হস্তান্তর করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সম্প্রতি আখাউড়া উপজেলার দুর্গাপুরের প্রসাদ মন্দির থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন এসব প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘর সংরক্ষণ কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি উপস্থিত ছিলেন।