সরকারি গাড়ি নিয়ে আ. লীগের প্রার্থীর ‘প্রচারণা’

রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আব্বাস আলী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চিনিকলের সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি রাজশাহী চিনিকলের গাড়ি ও মোটরসাইকেলে শোডাউন করে নগরীতে আসেন এবং শাহ মখদুম (র.)-এর মাজার ও জাতীয় চার নেতার একজন শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজার জিয়ারত করেন।
নির্বাচন কার্যালয়ের সূত্রমতে, নির্বাচনী প্রচারণায় সরকারি কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। এ ছাড়া সব ধরনের মোটরশোভাযাত্রাও নিষিদ্ধ। কিন্তু দুটি আইনই লঙ্ঘন করে আব্বাস আলী প্রচারণা শুরু হওয়ার একদিন আগেই মাঠে নেমে পড়েছেন।
আগামীকাল বুধবার থেকে দলীয় প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। কিন্তু আব্বাস আলী নির্বাচন কমিশনের এ নির্দেশনাও মানেননি বলে অভিযোগ উঠেছে।
এসব বিষয় সম্পর্কে জানতে চাইলে আব্বাস আলী বলেন, চিনিকলের শ্রমিক ইউনিয়নের নেতারা শহরে গিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমি চিনিকলের গাড়ি নিয়ে যাইনি। আর এটি নির্বাচনী প্রচারণা ছিল না বলেও দাবি তাঁর।
জানতে চাইলে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বলেন, আব্বাস আলীর বিরুদ্ধে এখনো আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি। তবে কেউ যদি সরকারি গাড়ি নিয়ে এ শোভাযাত্রা করেন, তাহলে অভিযোগ ও তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হবে।