চট্টগ্রামে চালকদের হয়রানি বন্ধের দাবি

চট্টগ্রামে গাড়িচালকদের পুলিশের হয়রানি, রিক্যুইজিশন ও স্লিপ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে হালকা মোটরযান চালক ও শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মো. শাহ আলম ফিরোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান, আবু ফয়েজ, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ও শামসুল ইসলাম আরজু বক্তব্য দেন।
সভায় বক্তারা জেলা ও মহানগর এলাকায় ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি, টাকার বিনিময়ে স্লিপ ব্যবহার, অহেতুক হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় হরতালসহ কঠিন কর্মসূচির হুমকি দেন যানবাহন শ্রমিক নেতারা।
শ্রমিক নেতা আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম জেলার টিআই, ট্রাফিক পুলিশ সার্জেন্ট সীতাকুণ্ড, পটিয়া এলাকায় নিয়মিত হয়রানি করছেন। এ ছাড়া মহানগর এলাকার প্রতিটি মোড়ে মোড়ে গাড়ি রিক্যুইজিশন, স্লিপ বাণিজ্যের মাধ্যমে চালক ও শ্রমিকদের হয়রানি করছে।