রাজশাহীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

রাজশাহীতে অস্ত্র মামলায় আলাল উদ্দীন ওরফে ফরহাদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবনসশ্রম কারদণ্ডাদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুনাল। আজ বুধবার বিকেলে ট্রাইবুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ফরহাদ আলী পলাতক। তার বাড়ি নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পেশকার জাহিদুল ইসলাম জানান, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর রাতে ফরহাদ আলীকে অস্ত্রসহ আটক করে পুলিশ। ওই ঘটনায় রাজপাড়া থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। পরে ফরহাদ জামিন নিয়ে গা-ঢাকা দেন। মামলাটি প্রথমে মহানগর দায়রা জজ আদালতে পরিচালিত হয়। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে হস্তান্তরিত হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।