কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী মহানন্দা ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনের দুটি বগি পোড়াদহ স্টেশন লেভেল ক্রসিংয়ের সময় লাইনচ্যুত হয়। ট্রেনের লাগেজ বগি ও স্টোর বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। তবে আপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দুর্ভোগে পড়েছে ট্রেন যাত্রীরা।
স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, ট্রেনের বগি উদ্ধারে রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেনটি এলে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কত সময় লাগবে তা সঠিক করে বলতে পারেননি তিনি।