আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিল্পাঞ্চলের ঘোষবাগ এলাকার ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আতঙ্কে তাড়াহুড়া করে বের হতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঘোষবাগ বালিকা বিদ্যালয়ের পাশের স্থানীয় ইয়াকুব আলীর মালিকানাধীন কলোনির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এ খবর নিশ্চিত করে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, আগুনের সংবাদ পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় টঙ্গী স্টেশনেরও একটি ইউনিট পাঠানো হয়।