মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে সভা

মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে আজ বৃহস্পতিবার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা হয়। ছবি : এনটিভি
বাল্যবিবাহমুক্ত মেহেরপুর জেলা ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে পরিষদ চত্বরে ওই মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান। বক্তব্য দেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা শাহিনুজ্জামানসহ অন্যরা।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, কাজিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।