নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ৮
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449719330.jpg)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুড়িন্দা বাজারে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে।
তাঁরা হলেন রাজীব (২৫), রুবেল (২৫), জুয়েল ওরফে টিটো (৩০) ও শওকত (২৮)।
আজ বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি সংঘবদ্ধ দল পুড়িন্দা বাজারে গফুর মিয়ার চালের গুদামে ডাকাতি করছিল। এ সময় লোকজন বিষয়টি টের পায়। তারা মাইকে ঘোষণা দিয়ে ডাকাতির বিষয়টি এলাকাবাসীকে জানায়। তারপরই লোকজন লাঠিসোটা নিয়ে ডাকাতদলকে ধাওয়া দেয়।’
পরিদর্শক আরিফুর আরো জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। বাজারের আশপাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।