গাজীপুরে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,জেলার মেঘডুবির কলের বাজার এলাকায় শেখ আকবর হুসেন তাঁর ওষুধের দোকানে বসেছিলেন। সকাল ১০টার দিকে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী কয়েকজন তাঁর ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ সময় পাশের দোকানে বসে থাকা কয়েকজন আকবরকে বাঁচাতে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
শেখ আকবর হুসেন ছাড়া এ ঘটনায় আহত অন্য চারজন হলেন মাজহারুল, রফিক, আবু হানিফ ও শাহীন। তাঁদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, আকবর হুসেনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ‘এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করছি।’