পুলিশের ওপর হামলা : রাবির দুই শিক্ষার্থী কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওপর হামলার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।’
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমরান এবং ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান মালেক।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে শিবির সন্দেহে মারধর করে তাদের পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।