সাতক্ষীরায় নতুন মানবাধিকার সংগঠনের আত্মপ্রকাশ

দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে।নারী ও শিশু প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্রে, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
বৃহস্পতিবার সাতক্ষীরায় মানবাধিকার দিবস উপলক্ষে নতুন একটি মানবাধিকার সংস্থার আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অথচ মানবাধিকারের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশ পিছিয়ে আছে। এমন অবস্থা চলতে থাকলে সমাজের প্রগতি বাধাগ্রস্ত হবে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আত্মপ্রকাশ করা মানবাধিকার সংগঠনটির নাম হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। এর সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ আইনজীবী জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সাতক্ষীরা দৈনিক যুগান্তর ও এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরী। এতে আরো বক্তব্য দেন প্রফেসর এম সুশান্ত, সাবেক খাদ্য কর্মকর্তা ডা. এম এ মালেক, এডভোকেট হুমায়ুন কবির, সাবেক খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ফজিলা খাতুন, সাবেক পৌর কমিশনার মমতাজ সুলতানা, আইনজীবী সাইদুজ্জামান, মো. ইয়াসিন আলী , সাংবাদিক রবিউল ইসলাম, প্রবীর মুখার্জি ও ডা. হুমায়ুন কবির।
প্রধান অতিথি সুভাষ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সমাজের সব শ্রেণি ও পেশার মানুষ বারবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আইন ও সামাজিক সুরক্ষা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।