শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেলেন ছাফিয়া বেগম

এ বছর শীলু আবেদ কারুশিল্প পুরস্কার পেলেন গাজীপুরের পাটজাতপণ্যের কারুশিল্পী ছাফিয়া বেগম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে এক অনুষ্ঠানে এই শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান শীলু আবেদ মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী ছাফিয়া বেগমের হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা, সহসভাপতি রুবি গজনবী, অনুষ্ঠানের সমন্বয়ক মাহিন খান, নির্বাহী সভ্য মনিরা এমদাদ, হামিদা হোসেন প্রমুখ।
এই অনুষ্ঠানে আরো পাঁচজন শিল্পীকে এই শিল্পের ধারা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র দেওয়া হয়।
জাতীয় কারুশিল্প পরিষদের নির্বাহী সভ্য শেখ সাইফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে শীলু আবেদের কর্মসাধনা নিয়ে বক্তব্য রাখেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ। শীলু আবেদকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর ছেলে মোকাররাম হোসেন খান।
১৯৯৭ সালে প্রয়াত হন আড়ংয়ের পরিচালক শীলু আবেদ। পরের বছর থেকে প্রতিবছর ৫ মার্চ তাঁর জন্মদিনে এই আয়োজনের মাধ্যমে কারুশিল্পীদের সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১৭টি শিল্পমাধ্যমে সর্বমোট ৪৬ জন কারুশিল্পী সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠান শেষে এবারের বিষয় প্রাকৃতিক তন্তু পাটবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ফজলে হাসান আবেদ।