কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে সনাকের মতবিনিময়
‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি, কুড়িগ্রাম এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বক্তারা দুর্নীতি প্রশমনে স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে দুর্নীতি কমাতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনসহ টিআইবিকে সহযোগিতার অনুরোধ জানানো হয় ওই সভায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এনামুল হক চাঁদ, টিআইবির কর্মসূচি কর্মকর্তা আল আমিন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক সৌমেন রায়, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।