যশোরের ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

যশোরের ছয় পৌরসভা থেকে তিন মেয়র পদপ্রার্থী, ২৮ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এঁরা হচ্ছেন নওয়াপাড়া পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ সরদার ওলিয়ার রহমান, বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ মশিয়ার রহমান এবং বাঘারপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী ইফতেখারুল মুশতাক।
যশোরের আটটি পৌরসভার মধ্যে এবার ছয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনজন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন মোট ২০ জন লড়বেন ছয় পৌরসভার মেয়র পদের জন্য।
এ ছাড়া এসব পৌরসভায় আজ ২৮ জন কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীও তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর এখন যশোর সদর পৌরসভায় চারজন মেয়র পদপ্রার্থী, ৩৯ কাউন্সিলর পদপ্রার্থী ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।
চৌগাছা পৌরসভায় চারজন মেয়র পদপ্রার্থী, ৩৩ কাউন্সিলর পদপ্রার্থী ও আটজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লড়াই করবেন।
নওয়াপাড়া পৌরসভায় তিন মেয়র পদপ্রার্থী, ৪৪ কাউন্সিলর পদপ্রার্থী ও সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াইয়ের মাঠে আছেন।
বাঘারপাড়া পৌরসভায় চার মেয়র পদপ্রার্থী, ২৭ কাউন্সিলর পদপ্রার্থী ও পাঁচ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।
মণিরামপুর পৌরসভায় তিন মেয়র পদপ্রার্থী, ৩০ কাউন্সিলর পদপ্রার্থী ও সাত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এবং কেশবপুর পৌরসভায় দুই মেয়র পদপ্রার্থী, ২৭ কাউন্সিলর পদপ্রার্থী ও আট সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।