মাদারগঞ্জে আ. লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450021966.jpg)
পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন লেমন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ রোববার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জমান বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মোশাররফ হোসেন লেমন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে এই পৌরসভায় শুধু আওয়ামী লীগ প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির একক প্রার্থী থাকলেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও মোশাররফ হোসেন লেমনকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমরাও কিছু জানি না। স্বেচ্ছায় নাকি জোরপূর্বক বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। বিকেল থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা ফোনে ধরতে পারছি না।’
এদিকে ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রভাষক খলিলুর রহমান নামের এক মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।