নলছিটিতে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থীকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রোববার বেলা ১১টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী ও আবদুল হাকিম মোল্লা। পরে তছলিম উদ্দিন চৌধুরী শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এদিকে নলছিটি পৌর বিএনপির সব নেতা-কর্মীকে দল মনোনীত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমানের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠির ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নলছিটি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির নেতারা দল মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার নির্দেশ দেন। দলীয় প্রার্থীর পক্ষে যাঁরা নির্বাচনী প্রচারে অংশ নেবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর।