অচিরেই জামায়াতকে নিষিদ্ধ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীকে এ দেশে রাজনীতি করার অধিকার দেওয়া যায় না। অচিরেই আইন করে তাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে।
রোববার সন্ধ্যায় চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার স্মৃতিচারণা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।
চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মুক্তিযুদ্ধের এ বিজয় মেলা। স্মৃতিচারণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, মেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম বদিউল আলম।
যুদ্ধাপরাধীদের স্মরণ রাখার জন্য দেশে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঘৃণাস্তম্ভে নির্দিষ্ট দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ হয়েছে, এমন ৪৬০টি স্থানে একই নকশায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।