রাবিতে আদিবাসী ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা, চাকরির অধিকার নিশ্চিত ও কোটা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ছাত্র কনভেনশন (সম্মেলন)-২০১৫।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ব্শ্বিবিদ্যালয়ের ডিনস ভবনের সামনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধন শেষে ডিনস ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টার দিকে ডিনস ভবনের সম্মেলনকক্ষে মূল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, জাতীয় আদিবাসী পবিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল পাশা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্মেলনে দেওয়া ভাষণে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তেভাগা আন্দোলন, নাচোল বিদ্রোহসহ বিভিন্ন লড়াই-সংগ্রামে আদিবাসীরা সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, আদিবাসী ছাত্রদের জন্য শিক্ষার প্রাথমিক স্তর থেকেই রয়েছে নানা অসুবিধা। বেশির ভাগ সময় আর্থিক অসুবিধার কারণে তারা শিক্ষার প্রাথমিক স্তর থেকে নিজেদের উন্নত করে গড়ে তুলতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে সহজেই তারা মেধা যাচাইয়ে টিকতে পারে না। বিশ্ববিদ্যালয়ে তাদের কোটার ওপর নির্ভরতা কমাতে হলে শিক্ষার প্রাথমিক স্তরের সমস্যাগুলো আগে দূর করতে হবে।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, নিজেদের পিছিয়ে পড়া মানুষগুলোর কথা ভাবতে হবে। অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। তিনি আরো বলেন, আদিবাসী ছাত্রদের শুধু কোটার ওপর নির্ভর করলে হবে না। নিজস্ব মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকতে হবে।