কুষ্টিয়ায় আ.লীগের ৪ বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

কুষ্টিয়ায় প্রার্থিতা প্রত্যাহার না করায় আওয়ামী লীগের চারজন বিদ্রোহী মেয়র প্রার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার কুষ্টিয়ায় আওয়ামী লীগের চারজন বিদ্রোহী মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব স্ব উপজেলা আওয়ামী লীগ ওই সব মেয়র প্রার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগকে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান জানান, দলের হাইকমান্ডের দেওয়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী চারজন মেয়র প্রার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া চারজন হলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন পিল্টু, একই পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্ত, মিরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া জেমস।