কুমারখালীতে শিবমন্দিরে ভাঙচুর

কুমারখালীর ভাড়ুলিয়া গ্রামে ভাঙচুরের শিকার হওয়া শিবমন্দির। ছবি : এনটিভি
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ভাড়ুলিয়া গ্রামে শিবমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মন্দিরের তিনটি প্রতিমায় ভাঙচুর করে দুর্বত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরেই ভাড়ুলিয়া গ্রামের আলিমদ্দিনের সঙ্গে দিজেনের বিরোধ চলছিল। ঘটনার দিন জমির মাপজোক করার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আলিমদ্দিন তাঁর লোকজন নিয়ে দিজেনদের পাড়ার শিবমন্দিরে ঢুকে লক্ষ্মীনারায়ণের প্রতিমা ভেঙে ফেলেন। এ সময় আরো দুটি প্রতিমাও উপড়ে ফেলে দেওয়া হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আগেই পালিয়ে যান আলিমদ্দিন ও তাঁর লোকজন। পুলিশ প্রতিমা ভাঙচুরকারীদের আটকের চেষ্টা করছে।