যশোরে উদীচী ট্র্যাজেডি দিবস পালিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/06/photo-1425651550.jpg)
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে উদীচী ট্র্যাজেডির ১৬তম বর্ষ। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বের হয় প্রতিবাদী মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে যশোর টাউন হল মাঠে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উদীচীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া বিকেলে আলোচনা সভা ও প্রতিবাদী গানের আয়োজন করা হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে শহীদ বেদিতে আলোক প্রজ্বালন করা হয়।
১৯৯৯ সালে ৬ মার্চ রাতে যশোরের টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ১০ জন নিহত হন। আহত হন শতাধিক নারী-পুরুষ। নিহত ব্যক্তিরা হলেন সন্ধ্যা রানী, বাবুল সূত্রধর, রতন, তপন, শাহ আলম, নূর ইসলাম, রামকৃষ্ণ, শাহ আলম (২), সৈয়দ বুলু ও ইলিয়াস মুন্সী।
এ ঘটনায় উদীচীর পক্ষ থেকে একটি মামলা করা হয়। ২০০৬ সালে আদালতের রায়ে সব আসামিই খালাস পান।
উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এনটিভি অনলাইনকে জানান, ‘মামলার রায় দেওয়ার সময় বিচারক তাঁর মন্তব্যে সাক্ষী-প্রমাণের অভাবের কথা বলেছিলেন। ২০১৩ সালে উদীচী শিল্পীগোষ্ঠীকে যখন একুশে পদক দেওয়া হয়, তখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদীচী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছিলাম। প্রধানমন্ত্রী এটি পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পর আর কোনো অগ্রগতি আমাদের জানা নেই।’