পুলিশ সদস্যদের বাড়ি থেকে ছিনতাইয়ের সোনা উদ্ধার

চট্টগ্রামে আটক দুই পুলিশ সদস্যের বাড়ি থেকে তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই তিনটি সোনার বার এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ব্যবসায়ীর সোনা ছিনতাইয়ের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ এসআই মিজানুরের বাসা থেকে দুটি সোনার বার ও কনস্টেবল আলমের বাসা থেকে একটি সোনার বার উদ্ধার করে। তিনটি সোনার বারের ওজন ৯০ ভরি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
ওসি জানান, পেশাদার ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই এনায়েত বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর নগরীর লাভ লেইন এলাকায় দোলন কান্তি নামের এক স্বর্ণ ব্যবসায়ীর আটটি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে এ ছিনতাইয়ের ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ বন্দর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী আল আমিনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।