ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট। ছবি : এনটিভি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর অংশের চন্দ্রা ও এর আশপাশে ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বিজয় দিবসের ছুটির কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং রাতে টাঙ্গাইলের কুর্নি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসব কারণে যানজট সৃষ্টি হয়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি সহনীয় হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।