সিএনজি অটোরিকশাকে বাসের চাপা, দুজন নিহত

কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো একজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের আবদুর রহিম মিয়া।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, দেবীদ্বার উপজেলার বরকামতা থেকে চান্দিনা বাসস্ট্যান্ডে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশাটি ফাঁড়ি রাস্তা ছেড়ে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। এ সময় দুর্ঘটনাস্থলেই আবদুর রহিম মিয়া নিহত হন। পরে কুমিল্লা ইস্টার্ন হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।
নিহত ব্যক্তিদের ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত সিএনজিচালক একই উপজেলার ছোটনা গ্রামের শাহ পরানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা রেফার করা হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক তাসলিমা আক্তার।
তবে বাস বা চালক কাউকেই আটক করতে পারেনি পুলিশ।