বাকি খাওয়া নিয়ে রামেক শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১০

দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়েছে। এতে রামেকের ২ শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী মহানগরীর বন্ধ গেট এলাকায় এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে মিন্টু নামের একজনের নাম জানা গেছে। তিনি বন্ধ গেট এলাকার ব্যবসায়ী।
মিন্টুর স্বজনেরা জানান, শিক্ষার্থীদের মারধরে মিন্টু রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে নিরাপদ মনে না হওয়ায় জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে মিন্টুকে বাসায় নিয়ে গেছেন তাঁরা। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে স্থানীয়রা দাবি করেছে। আর ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন ছয়-সাতজন মেডিকেল শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী সুজন জানান, বিকেল সোয়া ৪টার দিকে মেডিকেল কলেজের কয়েকজন অপরিচিত শিক্ষার্থী বন্ধগেট এলাকার তাঁর ভ্যারাইটি দোকানে আসেন। তাঁরা দোকান থেকে সিগারেট, চিপস খেয়ে টাকা পরে দেওয়ার কথা বলে চলে যেতে থাকেন। এতে তিনি রাজি না হলে তাঁরা চলে যেতে থাকেন। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে শিক্ষার্থীরা তাঁকে মারপিট করে চলে যান।
সুজন আরো জানান, তাঁর দোকান থেকে যাওয়ার পর আরো শিক্ষার্থী এসে স্থানীয় ব্যবসায়ীদের ওপর হামলা করে। এ সময় তাঁদের কয়েকজন গুলিও ছোড়েন।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে কারো নাম জানাতে পারেনি।