রাজশাহীতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাকে মারপিট সিবিএ নেতার

বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কাজী মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করেছেন সিবিএ নেতারা। আজ শুক্রবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও ব্যাংকের অন্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের প্রধান প্রবেশপথ দিয়ে ভেতরে যাচ্ছিলেন কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় সিবিএ নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে মারপিট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ডিজিএম কাজী মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে বরিশালে সাংগঠনিক সফরে এসেছিলেন সিবিএ নেতারা। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) নুরুল আলম কাজীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সিবিএ নেতা মঞ্জুরুল হক। ঘটনার সময় তিনি এর প্রতিবাদ করেন। এর জের ধরে সিবিএ নেতারা শুক্রবারের এ ঘটনা ঘটিয়েছেন বলে মনে করেন তিনি।
মোস্তাফিজুর আরো জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ করা হয়নি। এটি অফিশিয়াল বিষয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও অনুষ্ঠানের প্রধান অতিথি এস কে সুর চৌধুরীকে অবহিত করা হয়েছে। অফিস যেভাবে চায় সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
সিবিএ নেতা মঞ্জুরুল হকের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।