মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৪ কর্মী-সমর্থক আটক

মেহেরপুর সদর থানায় আটক ১৩ জনের মধ্যে ছয়জন। ছবি : এনটিভি
মেহেরপুরে বিএনপি, জামায়াতে ইসলামীর ২৪ জন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার তিন থানার পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
এর মধ্যে সদর থানার পুলিশ ১৩ জন, মুজিবনগর থানার পুলিশ ১০ ও গাংনী থানার পুলিশ একজনকে আটক করে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নাশকতা প্রতিরোধের চলমান অভিযানের অংশ হিসেবে গত রাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন বিএনপি ও আটজন জামায়াতকর্মী। তিনি আরো জানান, শুক্রবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।