১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

পুরোনো ছবি
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১৯ বাংলাদেশি নারী-পুরুষ-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন জানান, আটক ব্যক্তিদের নামে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।