কুষ্টিয়ায় প্রাক্তন ছাত্রমৈত্রীর পুনর্মিলনী

কুষ্টিয়া শহরে আজ শুক্রবার ‘প্রাক্তন ছাত্রমৈত্রী পুনর্মিলন’ উৎসব উপলক্ষে র্যালি বের করা হয়। ছবি : এনটিভি
কুষ্টিয়ায় নানা আয়োজনে জেলার প্রাক্তন ছাত্রনেতাদের উদ্যোগে ‘প্রাক্তন ছাত্রমৈত্রী পুনর্মিলন’ উৎসব হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ পুনর্মিলনী উৎসবের শুরু হয়।
পরে সেখান থেকে নেতারা একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রাক্তন ছাত্রমৈত্রী পুনর্মিলনী উৎসবের আহ্বায়ক মনিরুল ইসলাম রুনুর সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, প্রাক্তন ছাত্রমৈত্রীর নেতা মজিবুল শেখ প্রমুখ।
এ সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসের অংশীদার, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই এবং মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বলে খ্যাত ছাত্রমৈত্রীর জেলার প্রাক্তন নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।