তারাবতে জমে উঠেছে নির্বাচনী প্রচার

নারায়ণগঞ্জের তারাবতে পৌরসভা নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আজ শুক্রবার বৃষ্টিভেজা কাদা-জলের পথ উপেক্ষা করেই প্রচারণায় নামেন প্রার্থীরা। প্রার্থীদের মধ্যে চারজন মেয়র পদে লড়াই করছেন।
এ পৌরসভার ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৮৯। এর মধ্যে ৪১ হাজার ৪২৯ জন পুরুষ ও ৩৭ হাজার ৪৬৮ জন নারী।
ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন ভোটারদের কাছে যাচ্ছেন। তাঁর সঙ্গে আজ ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ নেতাকর্মী ও সমর্থকরা।
নাসির উদ্দিনের অভিযোগ, প্রতি রাতেই তাঁর পোস্টার ছিঁড়ে ফেলছে আওয়ামী লীগের কর্মীরা। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে জানিয়েছেন তিনি।
এদিকে বাড়ি বাড়ি গিয়ে সালাম জানাচ্ছেন ও ভোট চাইছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ও স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী হাসিনা গাজী। ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দিয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক নারীকর্মী।